০২৭৭১১৯০৩, ৯১১৫৭৪৭

সুফলন ঋণ কার্যক্রম

গণ কল্যাণ ট্রাষ্ট সর্বাধিক সংখ্যক মানুষের কল্যাণ নিশ্চিত করার স্বার্থে সুফলন ঋণের ব্যবহার করে থাকে। বিভিন্ন সমিতির সদস্য বিশেষ করে জাগরণ ও বুনিয়াদ ঋণীদের মাঝে সুফলন ঋণের নীতিমালা অনুযায়ী ঋণ বিতরণ করা হয়। এই লক্ষ্যেই গণ কল্যাণ ট্রাষ্ট পিকেএসএফ এর সহযোগীতায় বিগত ১০ বছর যাবৎ সুফলন ঋণের আওতায় সবজী,বরো, ধান চাষ,ভূট্রা চাষ,গরুমোটাতাজাকরন ও মৎস চাষ প্রকল্পে ঋণ দান কর্মসূচী পরিচালনা করে আসছে।সুফলন ঋণ কার্যক্রম মূলতঃ মৌসুমী ঋণ কার্যক্রম। মৌসুম ভিত্তিক সমন্বিত কৃষি কার্যক্রমে এই ঋণ ব্যবহার করা হয়ে থাকে।প্রকল্প অনুযায়ী ৬ মাস /৯ মাস সময় ভিত্তিক এককালীন ঋণ প্রদান ও সার্ভিস চার্জসহ এককালীন ঋণ আদায় করা হয়ে থাকে। প্রকল্পের খাত অনুযায়ী এই ঋনের সর্বোচ্চ সিলিং হচ্ছে ৩০,০০০/ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *