০২৭৭১১৯০৩, ৯১১৫৭৪৭

গণ কল্যাণ ট্রাষ্ট( জিকেটি) একটি বেসরকারী সেচ্ছাসেবী উন্নয়ন মূলক প্রতিষ্ঠান । যা প্রতিষ্ঠানের কর্মএলাকার সুবিধা বঞ্চিত পিছিয়ে জন গোষ্ঠীর আর্থ -সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে সচেষ্ট। সংস্থাটি ১৯৮৫ সালের নভেম্বর মাসে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় আত্মপ্রকার করে। সাটুরিয়া উপজেলার গরীব জনগোষ্ঠীর বিশেষ করে দূদর্শা গ্রস্থ নারী, ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ও মাঝারী কৃষক, গরীব পেশাজীবি শ্রেণী, যারা বিভিন্ন সামাজিক ও আর্থসামাজিক দূর্দশার শিকার তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্্র বিমোচনের লক্ষ্যে গণ কল্যাণ ট্রাষ্ট( জিকেটি) নামক একটি উন্নয়ন সংস্থার মাধ্যমে কাজ শুরু করেন। প্রতিষ্ঠার পর থেকেই জিকেটি পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা সমাধান কাজে কৃষি ভিত্তিক উন্নয়ন ও উৎপাদনমুখী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বিভিন্ন কাজ বাস্তবায়ন শুরু করেন।


জিকেটি পিছিয়ে পরা নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতে সংযুক্ত করার উদ্দেশ্যে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। এ জন্য জিকেটি নারী সমাজকে বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সুবিধা ও সঞ্চয়ী মনোভাব গড়ে তুলে তাদেরকে উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্ধুদ্ব করেছে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্নিত করার অবিরাম চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন ধরণের পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা, দক্ষ জনগোষ্ঠিতে রুপান্তিত করা । রোগ প্রতিরোধমূলক সচেতন সুস্থ্য পরিবার গড়ে তোলা এবং সামাজিক বনায়নের মাধ্যমে ভারসাম্য মূলক প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার কাজ করে যাচ্ছে।


কর্মএলাকায় উপকারভোগীদের জীবন বাস্তবতায় সত্য যে, জিকেটি এই দীর্ঘ উন্নয়ন প্রচেষ্টার ফসল হিসাবে তাদের জীবন যাত্রার মান, ক্রয় ক্ষমতা, সচেতনতার পর্যায়, অধিকার আদায় ও ভোগ, প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান, বিশেষত নারীদের আর্থনির্ভরতা , পারিবারিক স্বাচ্ছন্দ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি যে পেয়েছে , তার সবচাইতে বড় সূচক হলো এই সংস্থার টিকে থাকা, বত্রিশ বছর ধরে উন্নয়ন সংগ্রামের পথ চলতে পারা। সর্বোপরি সেই পথ চলতে এলাকার দরিদ্র নারী পুরষের সহযোগিতা সমর্থন পাওয়া এবং তাদের অংশগ্রহন করার মতো আনুকূল্য অজর্ন করতে পারা। একই সাথে এই অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় সামাজিক এবং প্রশাসনিক সহায়তা পাওয়া গেছে ।
আমাদের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রহনযোগ্যতা , তার পিছনে নানাভাবে ভূমিকা রাখার কৃতিত্ব এককভাবে জিকেটির নয়, সে কৃতিত্ব সকলেরই। এ ভাবে জিকেটি হয়ে উঠেছে সবার।


এরই মধ্যে পার হয়ে গেছে বত্রিশ বছর । এ সুদীর্ঘ পথ পরিক্রমায় সঞ্চিত হয়েছে অনেক প্রতিকূলতা মোকাবেলার অভিজ্ঞতা , সহায়ক হিসাবে ধীরে ধীরে জিকেটি হয়ে উঠেছে সকলের বন্ধু , সকলের প্রতিষ্ঠান। সাটুরিয়া সেই ছোট্ট জিকেটি এখন ৪টি জেলায় ১২টি উপজেলায় ৮৫টি ইউনিয়নে ৫৮৪ টি গ্রামে এবং ২টি পৌরসভায় সম্প্রসারিত হয়েছে। সংগঠনটি হয়ে উঠেছে মূল উন্নয়ন প্রচেষ্টার সম্পূরক কুশীলব। জিকেটি এবং তার সংগঠিত মানুষ মনে করে যে, উন্নয়ন আন্দোলনকে সম্প্রসারন ও ত্বরান্বিত করার ক্ষেত্রে সকলের সমন্বিত প্রচেষ্টা অংশগ্রহনের কোন বিকল্প নেই।

গণ কল্যাণ ট্রাষ্ট এর আইনী ভিত্তিঃ

রেজিস্ট্রেশন অথরিটিরেজিঃ নংতারিখ
ট্রাষ্ট এ্যাক্ট রেজিস্ট্রেশন অর্ডিনেন্স অব ১৮৮২ট্রাষ্ট ১৯২১০৯.১১.১৯৮৫
সমাজ সেবা অধিদপ্তরে নিবন্ধন ম-০০৬ ০১.১১.১৯৮৬
বৈদেশিক অনুদান গ্রহন রেজি নংডিএসএস/ এফডি আর নং ২৫৬১৮.০১.১৯৮৮
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)০০২১৯-০১৫২৪-০০১৪৭২৬.০২.২০০৮