০২৭৭১১৯০৩, ৯১১৫৭৪৭

ভালো বীজে ভাল ফসল । এটা কৃষি ক্ষেত্রে একটা সার্বজনীন শ্লোগান হলেও বাস্তবে ভাল বীজ পাওয়া কৃষকদের কাছে এক দুঃস্বপড়ব । ভাল বীজ কৃষক সাধারণের নাগালের বাইরে । কৃষকদের দোর গোড়ায় ভাল আলু বীজ পৌঁছে দেয়ার লক্ষ্যে গণকল্যান ট্রাষ্ট ২০০০ সনে গড়ে তোলে আধুনিক টিস্যুকালচার ল্যাব । ল্যাবটির উৎপাদন ক্ষমতা প্রতি বছর মাত্র ১ লক্ষ বীজ আলুর চারা । কৃষি জমি লীজ নিয়ে এই চারা মাঠ পর্যায়ে উৎপাদন করে কৃষকদের মাঝে স্বল্প মূল্যে  করা হয়। কিন্তু অত্যন্ত মান সম্মত হওয়ার কারনে কৃষকদের কাছে এ বীজের চাহিদা রয়েছে । যদিও আর্থিক সামর্থ্যের অভাবে বৃহত আকারে মানসম্মত চারা উৎপাদন ও বিপনণ সম্ভব হচ্ছে না । আমরা চেষ্টা করছি দ্রæত এ সমস্যা কাটিয়ে উঠতে।

২০১৬ -১৭ সনে উৎপাদিত বীজ আলুর পরিমাণ সর্বসাকুল্য

১। ব্রিডার বীজ – ৭,৪২৫ কেজি

২। প্রি-ফ্উান্ডেশন বীজ – ৫৪,২০২ কেজি

৩। ফাউন্ডেশন বীজ – ২,২৪,৪৫০ কেজি

৪। সার্টিফাইড বীজ – ৯২,৪০০ কেজি সর্বমোট-৩,৭৮, ৯৬৭ কেজি ।