০২৭৭১১৯০৩, ৯১১৫৭৪৭

পৃথিবী এমন এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে বৃষ্টির মৌসুমে বৃষ্টি নেই, আবার কখানো অতিবর্ষন। শুষ্ক মৌসুমে মারাতড়বক খরা ও শস্যহানি , আবার প্রলয়ঙ্করী বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াসের পৌনঃপুনিকতা। ষড়ঋতুর দেশ বাংলাদেশে ঋতু বৈচিত্র হারিয়ে যাচ্ছে। একদিকে গ্রীষ্ম ও বর্ষা প্রলম্বিত হচ্ছে, অন্য দিকে শীত কাল সংকুচিত হচ্ছে। শরৎ ও হেমন্তের অস্তিত্ব প্রায় বিলুপ্ত।

একবিংশ শতাব্দীর শুরুতেই জলবায়ু পরিবর্তন র্পথিবীর টেকসই উনড়বয়ন ও মানব জাতির অস্তিত্বের ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। মানবসৃষ্ট কারনে দ্রত জলবায়ু পরিবর্তন ও এর মারাত্বক ক্ষতিকর প্রভাব বিষয়ে বিজ্ঞানের প্রাক্কলন ও জ্ঞান বর্তমানে স্পষ্টতর হয়েছে এবং বাস্তবেও এর প্রভাব অনুভূত হচ্ছে। আমাদের কর্মএলাকা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব অধিকতর পরিলক্ষিত হওয়ার কারনে সংস্থার নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় প্রভাব (প্রকল্প এলাকা) :

বন্যা : বন্যার কারণে কৃষি, মৎস্য, গবাদিপশু, বসতবাড়ি, পানি ও পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান ইত্যাদি খাত ক্ষতিগ্রস্ত হবে / হচ্ছে।
নদী ভাঙ্গন : নদীভাঙ্গনে বাড়ীঘর, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে
জলাবদ্ধতা : জলাবদ্ধতায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে
অতিবৃষ্টি : কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে
অনাবৃষ্টি/খরা/তাপমাত্রা বৃদ্ধি : কৃষি, গবাদিপশু, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়
ঘনকুয়াশা : ঘনকুয়াশায় কৃষি, স্বাস্থ্য, যাতায়াত ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্রমিক নং বাস্তবায়িত কার্যক্রমসংখ্যাগ্রামের নামমন্তব্য
বন্যামুক্ত টিউবওয়েল স্থাপন২২ টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি২৩২টি পরিবার পানি পান করে
বন্যামুক্ত বসতভিটা উচু করণ ও পিলারের উপর ঘর নিশ্চিত করন২২টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি১৭৬টি খুুঁটি ১২ ফুট লম্বা প্রদান করা হয়েছে
বসতভিটায় সবজি চাষ২০টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি,
বন্যা সহনশীল ধান চাষ৪টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি
নার্সারী স্থাপন৪টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি
মাছ চাষ২টিকর্মকারকান্দি
ছাগল ও ভেড়া পালন৩২টি পরিবাররামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি৭২টি ভেড়া ও ছাগল প্রদান করা হয়েছে
হাঁস মুরগি পালন১০টি পরিবাররামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি৭৫ + ৭৫ টি = ১৫০টি হাঁস মুরগি প্রদান করা হয়েছে
ভাসমান ধাপে আদা, হলুদ ও সবজি চাষ৪টিরামকৃষ্ণপুর, দাসকান্দি
১০বসতভিটায় গাছের চারা রোপন১৮০টি পরিবাররামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি৭৩০টি চারা রোপন করা হয়েছে
১১প্রতিষ্ঠানে গাছের চারা রোপন১৩টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি৯৩০টি চারা রোপন করা হয়েছে
১২বন্যাত্তর উপকরণ বিতরণ৬টি পরিবাররামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দিশুকনা খাবার বিতরণ
১৩নলেজ সেন্টার স্থাপন১টিরামকৃষ্ণপুর
১৪প্রতিষ্ঠানে গাছের চারা রোপন১৩টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি৯৩০টি চারা রোপন করা হয়েছে
১৫উপকার ভোগী পরিবারের সংখ্যা৭৩১টি পরিবাররামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দিগুচ্ছগ্রাম অস্থায়ী বসতিসহ জনসংখ্যা ৪৬২৫ জন
১৬সচেতনতা বৃদ্ধি জন্য উঠান বৈঠক করা৩৩০টিরামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি৩৫০৮৫ জন ৯টি বিষয় ভিত্তি করে
১৭অভিজ্ঞতা বিনিময় সফর৫টিসিসিডিবি, রূপান্তর জিকেটি
১৮কেন্দ্রীয় অফিসে মিটিং করা৪৮টিসাটুরিয়া হল রুম, জিকেটি
১৯অভিযোজন দলের মাসিক মিটিং করা২৪৪টি৪৩২০ জন
২০বিভিনড়ব বিষয়ে ক্যাম্পেইন করা২৯টিকেন্দ্রীয় অফিসে মিটিং করাবিভিনড়ব প্রতিষ্ঠানে ও ইউনিয়ন পরিষদে
২১বিভিনড়ব দিবস উদযাপন১২টি০৩ গ্রামে ও বিভিনড়ব প্রতিষ্ঠানেউপজেলা, জেলা
২২বিভিনড়ব দিবস উদযাপন১২টি০৩ গ্রামে বিভিনড়ব প্রতিষ্ঠানে
২৩বীজ ব্যাংক তৈরী১টিবিভিনড়ব শস্য ও সবজি বীজ ৮০টি পরিবারকে প্রদান
২৪স্কুল ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের সাথে জলবায়ু বিষয়ক ক্যাম্পেইন২৪টিবিভিনড়ব শিক্ষা প্রতিষ্ঠানে
২৫সেলাই কাজে সহায়তা প্রদান করা২টিরামকৃষ্ণপুর ১ দাসকান্দি ১টি
২৬গ্রামভিত্তিক অভিযোজন দল গঠন করা৪টিরামকৃষ্ণপুরে ২টি, কর্মকারকান্দি ১টি, দাসকান্দি ১টি