দল গঠনঃ
গণ কল্যাণ ট্রাষ্টের প্রাথমিক কাজ হচ্ছে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে দল গঠন করা । কারণ সংগঠিত জনগোষ্ঠীকেই সচেতন ভাবে গড়ে তুলে সামাজিক কর্মকাÐের চালিকা শক্তিতে রূপান্তরিত করা যায়। সংগঠিত জনগোষ্ঠীই নিজেদের সামাজিক ও প্রাকৃতিক প্রতিকূলতা সমূহকে মোকাবেলা করতে পারে। সেই কারণেই গণ কল্যাণ ট্রাষ্টের সাংগঠনিক ভাবে গৃহীত সমস্ত কর্মসূচীর প্রধান চালিকা শক্তি হচ্ছে দলীয় সদস্য – সদস্যাবৃন্দ।
দল গঠনের প্রয়োজনীয়তাঃ
উন্নয়ন কর্ম কান্ডের মাধ্যমে সামাজিক কর্মতৎপরতা বৃদ্ধিকরা , সামাজিক ভাবে সকল সম্প্রদায়কে উন্নয়নে নিজেদের পারস্পারিক অংশগ্রহন ও দায়বদ্ধতা নিশ্চিত করা । এই লক্ষে –
- অসংগঠিত বিক্ষিপ্ত জনগোষ্ঠীকে সচেতন দায়বদ্ধ করে গড়ে তোলা ও পরিচালনা করা।
- লক্ষ্য অর্জনে অভীষ্ট জনগোষ্ঠীকে সুশৃংখল প্রচেষ্টায় নিয়োজিত করা।
- নিজেদের সামাজিক প্রতিকূলতা সমূহকে সংগঠিক ভাবে মোকাবেলা করা।
- ‘‘ একতাই বল ’’ এই বলে সামাজিক ভাবে বলিয়ান হয়ে উঠা । অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সংগঠনগুলো নিজেদের নেতৃত্বে পরিচালনা করার যোগ্যতা অর্জন করা এবং পর্যায় ক্রমে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, থানা , জেলা ভিত্তিক সংগঠন গড়ে তোলার মাধ্যমে সামাজিক ভাবে ক্ষমতাবান হয়ে উঠা।
১.১.২ দল গঠনের বৈশিষ্ট্যঃ - সদস্য / সদস্যাদের একই গ্রামের পাশাপাশি বাড়ী হতে হবে।
- প্রত্যেক সদস্য/ সদস্যাদের বয়সের (১৮-৪০ বৎসর) সম্ভাব্য মিল থাকতে হবে।
- প্রত্যেক সদস্য/ সদস্যাদের সামাজিক সমমর্যাদাপূর্ণ হতে হবে।
- কোন পরিবার থেকে একাধিখ সদস্য / সদস্যা নেওয়া যাবে না। সম্ভব হলে সদস্য/ সদস্যাদের মাঝে রক্তের সর্ম্পক না থাকাই বাঞ্জনীয়।
- দ্বৈত সদস্য/ সদস্যা পদ গ্রহনযোগ্য নহে।
- দলে সদস্যদের মাঝে সর্ম্পক হবে সমতা ও অংশীদারিত্বের ভিত্তিতে।
- দলের সদস্য সংখ্যা অবশ্যই ৩০ জন হতে হবে।
সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা
সদস্যের সাপ্তাহিক সঞ্চয়, স্বেচ্ছা সঞ্চয় ও মাসিক সঞ্চয় হচ্ছে সদস্যদের সামাজিক শক্তির আর্থিক উৎস। বর্তমানের উপার্জন থেকে অংশ বিশেষ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করাই হচ্ছে সঞ্চয়। কাজেই সঞ্চয় হচ্ছে জীবনের ইতিবাচক পরিকল্পনার বাস্তব ফসল। গণ কল্যাণ ট্রাষ্ট এর দলীয় সদস্যদের পারষ্পারিক অংশিদারিত্ব ও দায়বদ্ধতার প্রতীক হিসাবে সঞ্চয় ব্যবস্থাকে বিবেচনা করে। সঞ্চায়নের হার ও সঞ্চিত অর্থের ব্যবহার অবশ্যই গণ কল্যাণ ট্রাষ্ট ও এর দলীয় সদস্যদের যৌথ সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হয়ে থাকে।