গণ কল্যাণ ট্রাষ্ট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিগত ৪০ বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্সপ্রাপ্ত হয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন বানিজ্যিক ব্যাংক থেকে অর্থায়ন গ্রহন করে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজ সেবা অধিদপ্তর, এনজিও ব্যুরো এবং স্থানীয় প্রসাশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে জলবায়ু পরিবর্তন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সংযুক্ত আছে। বিভিন্ন দাতাসংস্থা বিশ্বব্যাংক, ADB, AIIB সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিস্থানের সাথে একযোগে দেশ বিনির্মানে কাজ করে যাছে।
