প্রশিক্ষণ বিভাগের কর্তব্য হচ্ছে গণ কল্যাণ ট্রাষ্টের কর্মী বাহিনী ও সমিতি সদস্যদেরকে ট্রাষ্টের গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে দক্ষ কর্মী বাহিতে রূপান্তরিত করা । সেই লক্ষ্যে প্রতিষ্ঠা কালীন সময় থেকেই প্রশিক্ষণ বিভাগ তৎপর রয়েছে । কর্মমূখী শিক্ষা ও লাগসই প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনে ট্রাষ্টের কর্মী ও সমিতি সদস্যদেরকে নি¤ড়ব বর্নিত প্রশিক্ষণ সমূহ প্রদান করা হয়ে থাকে।
১। গবাদিপশু পালন.
২। হাঁস মুরগী পালন
৩। ওয়াটার এন্ড স্যানিটেশন ও আর্সেনিকমুক্ত পানি ব্যবহার ।
৪। লিঙ্গসমতা, নারী অধিকার ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ ।
৫। গরুমোটা তাজা করণ ।
৬। শাক সব্জি চাষাবাদ ।
৭। সমিতি লীডারদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষন
৮। ষ্টাফ ট্রেনিং
৯। ষ্টাফ একাউটিং ট্রোনিং
১০। হস্ত শিল্প বিষয়