- সদস্য সংখ্যা ২০ থেকে ৩৫জন এর মধ্যে থাকতে হবে।
- সদস্যগণ সাপ্তাহিক সভায় নিয়মিত উপস্থিত হবে।
- সদস্যরা সভায় সময় মত উপস্থিত হয়ে ক্ষুদ্র দলে বসবে।
- নিয়মিত ভাবে সঞ্চয় ও কিস্তি প্রদান করবে।
- সদস্যরা নিজে এবং সমিতির সঞ্চয় কিস্তির হিসাব বলতে পারবে।
- সকল সদস্য হাজিরা খাতায় স্বাক্ষর করবে।
- সদস্যরা সঠিক খাতে ঋণের টাকা ব্যবহার করবে।
- ইস্যু ভিত্তিক সভা নিয়মিত হবে এবং রেজুরেশন থাকবে।
- সদস্যগণ সমিতির নিয়ম কানুন মেনে চলবে।
- পরিচালনা কমিটি সক্রিয় থাকবে।