মানিকগঞ্জ জেলার অবস্থান দেশের মধ্যবর্তী অঞ্চলে এবং বন্যা প্রধান এলাকা হিসেবে চিহ্নিত। এখানে পানীয় জলের অভাব প্রবল ভাবেই উপস্থিত । ফলে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব সব সময়েই একটা সমস্যা। গণ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা লগড়ব থেকেই এই সমস্যা মোকাবেলা করার চেষ্টা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২০১৬-১৭ সনে নিরাপদ পানীয় জন সরবরাহের তথ্য নিম্নরূপঃ
মোট টিউব অয়েল | গড় গভীরতা ফিল্টার সহ | উপকার ভোগীর সংখ্যা | সহযোগী সংস্থা |
১০টি | ৫৭৫ ফুট | ৩১৭পরিবার -১৯১৮ জন | রোটারী ক্লাব |