পৃথিবী এমন এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে বৃষ্টির মৌসুমে বৃষ্টি নেই, আবার কখানো অতিবর্ষন। শুষ্ক মৌসুমে মারাতড়বক খরা ও শস্যহানি , আবার প্রলয়ঙ্করী বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াসের পৌনঃপুনিকতা। ষড়ঋতুর দেশ বাংলাদেশে ঋতু বৈচিত্র হারিয়ে যাচ্ছে। একদিকে গ্রীষ্ম ও বর্ষা প্রলম্বিত হচ্ছে, অন্য দিকে শীত কাল সংকুচিত হচ্ছে। শরৎ ও হেমন্তের অস্তিত্ব প্রায় বিলুপ্ত।
একবিংশ শতাব্দীর শুরুতেই জলবায়ু পরিবর্তন র্পথিবীর টেকসই উনড়বয়ন ও মানব জাতির অস্তিত্বের ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। মানবসৃষ্ট কারনে দ্রত জলবায়ু পরিবর্তন ও এর মারাত্বক ক্ষতিকর প্রভাব বিষয়ে বিজ্ঞানের প্রাক্কলন ও জ্ঞান বর্তমানে স্পষ্টতর হয়েছে এবং বাস্তবেও এর প্রভাব অনুভূত হচ্ছে। আমাদের কর্মএলাকা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব অধিকতর পরিলক্ষিত হওয়ার কারনে সংস্থার নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় প্রভাব (প্রকল্প এলাকা) :
বন্যা : বন্যার কারণে কৃষি, মৎস্য, গবাদিপশু, বসতবাড়ি, পানি ও পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান ইত্যাদি খাত ক্ষতিগ্রস্ত হবে / হচ্ছে।
নদী ভাঙ্গন : নদীভাঙ্গনে বাড়ীঘর, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে
জলাবদ্ধতা : জলাবদ্ধতায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে
অতিবৃষ্টি : কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে
অনাবৃষ্টি/খরা/তাপমাত্রা বৃদ্ধি : কৃষি, গবাদিপশু, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়
ঘনকুয়াশা : ঘনকুয়াশায় কৃষি, স্বাস্থ্য, যাতায়াত ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ক্রমিক নং | বাস্তবায়িত কার্যক্রম | সংখ্যা | গ্রামের নাম | মন্তব্য |
১ | বন্যামুক্ত টিউবওয়েল স্থাপন | ২২ টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ২৩২টি পরিবার পানি পান করে |
২ | বন্যামুক্ত বসতভিটা উচু করণ ও পিলারের উপর ঘর নিশ্চিত করন | ২২টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ১৭৬টি খুুঁটি ১২ ফুট লম্বা প্রদান করা হয়েছে |
৩ | বসতভিটায় সবজি চাষ | ২০টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, | |
৪ | বন্যা সহনশীল ধান চাষ | ৪টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি | |
৫ | নার্সারী স্থাপন | ৪টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | |
৬ | মাছ চাষ | ২টি | কর্মকারকান্দি | |
৭ | ছাগল ও ভেড়া পালন | ৩২টি পরিবার | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ৭২টি ভেড়া ও ছাগল প্রদান করা হয়েছে |
৮ | হাঁস মুরগি পালন | ১০টি পরিবার | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ৭৫ + ৭৫ টি = ১৫০টি হাঁস মুরগি প্রদান করা হয়েছে |
৯ | ভাসমান ধাপে আদা, হলুদ ও সবজি চাষ | ৪টি | রামকৃষ্ণপুর, দাসকান্দি | |
১০ | বসতভিটায় গাছের চারা রোপন | ১৮০টি পরিবার | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ৭৩০টি চারা রোপন করা হয়েছে |
১১ | প্রতিষ্ঠানে গাছের চারা রোপন | ১৩টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ৯৩০টি চারা রোপন করা হয়েছে |
১২ | বন্যাত্তর উপকরণ বিতরণ | ৬টি পরিবার | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | শুকনা খাবার বিতরণ |
১৩ | নলেজ সেন্টার স্থাপন | ১টি | রামকৃষ্ণপুর | |
১৪ | প্রতিষ্ঠানে গাছের চারা রোপন | ১৩টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ৯৩০টি চারা রোপন করা হয়েছে |
১৫ | উপকার ভোগী পরিবারের সংখ্যা | ৭৩১টি পরিবার | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | গুচ্ছগ্রাম অস্থায়ী বসতিসহ জনসংখ্যা ৪৬২৫ জন |
১৬ | সচেতনতা বৃদ্ধি জন্য উঠান বৈঠক করা | ৩৩০টি | রামকৃষ্ণপুর, কর্মকারকান্দি, দাসকান্দি | ৩৫০৮৫ জন ৯টি বিষয় ভিত্তি করে |
১৭ | অভিজ্ঞতা বিনিময় সফর | ৫টি | সিসিডিবি, রূপান্তর জিকেটি | |
১৮ | কেন্দ্রীয় অফিসে মিটিং করা | ৪৮টি | সাটুরিয়া হল রুম, জিকেটি | |
১৯ | অভিযোজন দলের মাসিক মিটিং করা | ২৪৪টি | ৪৩২০ জন | |
২০ | বিভিনড়ব বিষয়ে ক্যাম্পেইন করা | ২৯টি | কেন্দ্রীয় অফিসে মিটিং করা | বিভিনড়ব প্রতিষ্ঠানে ও ইউনিয়ন পরিষদে |
২১ | বিভিনড়ব দিবস উদযাপন | ১২টি | ০৩ গ্রামে ও বিভিনড়ব প্রতিষ্ঠানে | উপজেলা, জেলা |
২২ | বিভিনড়ব দিবস উদযাপন | ১২টি | ০৩ গ্রামে বিভিনড়ব প্রতিষ্ঠানে | |
২৩ | বীজ ব্যাংক তৈরী | ১টি | বিভিনড়ব শস্য ও সবজি বীজ ৮০টি পরিবারকে প্রদান | |
২৪ | স্কুল ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের সাথে জলবায়ু বিষয়ক ক্যাম্পেইন | ২৪টি | বিভিনড়ব শিক্ষা প্রতিষ্ঠানে | |
২৫ | সেলাই কাজে সহায়তা প্রদান করা | ২টি | রামকৃষ্ণপুর ১ দাসকান্দি ১টি | |
২৬ | গ্রামভিত্তিক অভিযোজন দল গঠন করা | ৪টি | রামকৃষ্ণপুরে ২টি, কর্মকারকান্দি ১টি, দাসকান্দি ১টি |